আজকের শিরোনাম :

ধর্মপাশায় নকলমুক্ত পরীক্ষা গ্রহণের লক্ষ্যে মতবিনিময়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৯, ১৮:০৫

‘নকলকে না বলি, দিন বদলের দৃঢ় প্রত্যয়ে দেশটাকে গড়ে তুলি’এ স্লোগানকে সামনে রেখে আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।

এসএসসি ও দাখিল পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষে ধর্মপাশায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন মো. ফারুকের সঞ্চালনে এতে বক্তব্য দেন, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক খান, গোলকপুর হাজি আব্দুল হাফিজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম,

 বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আউয়াল, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিজয় সরকার,সাংবাদিক মো.ইমাম হোসেন,সাংবাদিক এনামুল হক প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


এবিএন/ইমাম হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ