আজকের শিরোনাম :

মির্জাপুরে ডাক্তার ছিলনা ইমারজেন্সি কক্ষে : এমপির সতর্কতা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০১৯, ১৯:১১

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি কক্ষে ডাক্তার না পাওয়াসহ বিভিন্ন অনিয়মের কারনে কর্তৃপক্ষকে সতর্ক করেছেন টাঙ্গাইল-০৭, মির্জাপুর আসনটির সাংসদ আলহাজ একাব্বর হোসেন।

আজ সোমবার সাংসদ একাব্বর হোসেন আকস্মিক এক সফরে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে ইমারজেন্সি কক্ষে ডাক্তার না পাওয়াসহ  আরও কিছু অনিয়ম ও অব্যবস্থাপনা দেখতে পান।

 স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারি ইন্সপেক্টরের কক্ষে তালা, বাথরুম সম্পূর্ন অব্যবহারযোগ্য ও পানির লাইনেও ছিল সমস্যা। যদিও এমপির উপস্থিতিতে তা অতি দ্রুত মেরামত করে কর্তৃপক্ষ। এছাড়া নির্ধারিত আবাসস্থলে ডাক্তার বসবাস না করা নিয়েও প্রশ্ন তুলেন তিনি।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. শাহরিয়ার সাজ্জাদ এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এমপি মহোদয় আমাদের কিছু ত্রুটি ধরিয়ে দিয়ে সে বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।
 

এবিএন/জোবায়ের হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ