আজকের শিরোনাম :

কালীগঞ্জে পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৯, ১৪:১২

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র বিক্রয় শুরু হয়েছে। 

বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ২ জন প্রার্থী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহকারীদ্বয় হলেন, আ.লীগের মনোনীত প্রার্থী বর্তমান ভারপ্রাপ্ত মেয়র ও পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ ও বিশিষ্ট ব্যবসায়ী (স্বতন্ত্র) ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার এর সেজো ভাই এনামুল হক ইমান। 

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি বা অন্য কোন দলের পক্ষ থেকে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মেহেদি হাসান জানান, আগামী ৩১ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এ পর্যন্ত পর্যন্ত দুই জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।  

তিনি আরো জানান, ৩ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ১০ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। 

কালীগঞ্জ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৪৮৪ জন।

গত বছরের ২২ সেপ্টেম্বর কালীগঞ্জ পৌর সভার মেয়র আলহাজ মকছেদ আলী বিশ্বাস মৃত্যুবরণ করায় মেয়র পদটি শূণ্য হয়ে পড়ে।

এবিএন/যবনিকা/গালিব/জসিম


 

এই বিভাগের আরো সংবাদ