আজকের শিরোনাম :

বড়াইগ্রামে শুরু হয়েছে ৩ দিনব্যাপী মহিলা বিশ্ব ইজতেমা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৯, ২১:২৬

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজচত্বরে  আজ শনিবার আমবয়ানের মাধ্যেমে শুরু হয়েছে মহিলা বিশ্ব ইজতেমার ১৩তম আসর। সমাজে পুরুষদের ধর্মীয় জ্ঞান প্রচারের নানা অনুষ্ঠান ও আনুষ্ঠানিক কার্যক্রম থাকলেও মহিলাদের ক্ষেত্রে তেমন কোন সুযোগ সুবিধা নেই বললেই চলে। তাই মহিলাদের ধর্মীয় জ্ঞান দানের জন্য নাটোরের বড়াইগ্রামের সমাজ সেবক শের আলী শেখ মহিলাদের জন্য এই ইজতেমার আয়োজন করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, ইজতেমাকে ঘিরে অতিরিক্ত মহিলা পুলিশের দায়িত্বের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ইউএনও আনোয়ার পারভেজ জানান, ইজতেমা শুরু দিন থেকে শেষ দিন পর্যন্ত উপজেলা প্রশাসনের একটি টীম তদারকীর কাজ চালিয়ে যাবে।

প্রথম দিনে ইজতেমায় আল্চোনা করেন মাওলানা দেলোয়ার হোসেন যুক্তিবাদি সহ আরো দুই জন। সোমবার মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৩ দিনের এই মহিলা বিশ্ব ইজতেমা। আখেরী মোনাজাত পরিচালনা করবেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজা নাসির।

এবিএন/আশরাফুল ইসলাম/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ