আজকের শিরোনাম :

পাবনায় গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে চলছে আলোর ফেরিওয়ালা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৯, ১৫:৩৯

‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্ধকারহীন আলোকিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাবনা পল্লীবিদ্যুৎ সমিতি-২ ও সমিতির আওতায় ৩টি জোনাল অফিস থেকে বেড়া, সাঁথিয়া,সুজানগর ও শাহজাদপুর(আংশিক) এই ৪টি উপজেলায় বিদ্যুৎসংযোগ বঞ্চিত গ্রাহকদের দ্রুততার সাথে বিদ্যুৎসংযোগ দিতে ‘আলোর ফেরিওয়ালা’এখন আগ্রহী গ্রাহকের দ্বারে দ্বারে, ছুটে চলছে গ্রাম থেকে গ্রামান্তরে।

 বিদ্যুৎ সংযোগের জন্য এখন আর দালালদের পিছু পিছু বা অফিসে ধর্ণা দিতে হবেনা। পড়তে হবেনা কোন ভোগান্তিতে। বাড়ী বাড়ী গিয়ে মিটার সংযোগের জন্য রাস্তায় নেমেছে ’’আলোর ফেরিওয়ালা’’ নামে বিদ্যুৎ সংযোগকারী ভ্রাম্যমান ভ্যান।

গ্রাহক বিদ্যুৎ অফিসে না গিয়ে তাৎক্ষনিক প্রয়োজনীয় কাগজ পত্র ও মিটার জামানত বাবদ ৪শ’আবেদন ফি ১শ’ও সদস্য ফি ৫০টাকা মোট ৫শ’৫০টাকা (আবাসিক) দিয়ে আবেদন করলে ১৩০ ফুট দূরত্বে অবস্থানরত যে কোন বৈদ্যুতিক খুঁটি থেকে মাত্র ২০ মিনিট সময়ের মধ্যেই বিদ্যুৎসংযোগ দেবে ভ্রাম্যমান ”আলোর ফেরিওয়ালা”।


এবিএন/নির্মল সরকার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ