আজকের শিরোনাম :

তাড়াইলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৯, ১৫:২৯

কিশোরগঞ্জের তাড়াইলে কাজলা উচ্চ বিদ্যালয় ও কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, ‘শিক্ষার্থীর শরীর ও মনের বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার সকাল ১০ ঘটিকায়  কাজলা উচ্চ বিদ্যালয় ও কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয়ের খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয়  সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু করা হয়।

কাজলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.মাহাবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক ভূইয়া মোতাহার,

 বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য এ কে মাইনুজ্জামান নবাব, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক  মোফাজ্জল হোসেন ( চানমিয়া), তাড়াইল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.গিয়াস উদ্দিন লাকী,

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম গোলাম কিবরিয়া, উপজেলা শিক্ষা অফিসার মোছা.ফাতেমা সুলতানা, দিগদাইড় ইউনিয়নের চেয়ারম্যান মো.গোলাপ হোসেন ভূইয়া ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক ভূইয়া মোতাহার।

 

এবিএন/সুমন মিয়া/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ