আজকের শিরোনাম :

বড়াইগ্রামে উপকারভোগীদের কোটি টাকা সঞ্চয় ফেরৎ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০১৯, ১৭:৩৮

নাটোরের বড়াইগ্রাম উপজেলার সাতটি ইউনিয়নে দুস্থ্য মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির আওতায় উপকারভোগীদের জমাকৃত সঞ্চয় ফেরৎ দেওয়া হয়েছে। কর্মসূচির আওতাভুক্ত দুই হাজার ১৯৭জন দুস্থ্য মহিলাকে তাদের সঞ্চয়কৃত ১ কোটি ৬লাখ ৮১০৬৬ টাকা ফেরৎ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে গোপালপুর ইউনিয়নের ২৩৬ জন মহিলার মধ্যে তাদের সঞ্চয় ফেরতের মাধ্যমে ওই কর্মসূচির শেষ হয়েছে। এর আগে গত রবিবার চান্দাই ইউনিয়নের ১৯৮ জন নারীকে সঞ্চয় ফেরতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছিল।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন জানান, দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির আওতায় উপকারভোগীদের আত্ননির্ভূল করার লক্ষ্যে কর্মসূচি চলাকালে তাদের নিকট থেকে নিয়মিত সঞ্চয় জমা রাখা হতো। যাতে করে এই সঞ্চয় একসাথে ফেরৎ পেয়ে আয়-বর্ধক কিছু একটা কাজ করতে পারে। একই সাথে বিভিন্ন সময় তাদেরকে আয় বর্ধক কাজ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এবিএন/আশরাফুল ইসলাম/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ