আজকের শিরোনাম :

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০১৯, ১৫:৩৩

লক্ষ্মীপুরে গত ৫ দিন ধরে জেলার বিভিন্ন স্থানে অব্যহত সড়ক দূর্ঘটনা মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। এসব সড়ক দূর্ঘটনা সংগঠিত হচ্ছে প্রশাসনের অবহেলার দরুন। ফিটনেস বিহীন যানবাহন চলাচলে তাদের উদাসীনতাই লক্ষ্যনীয়।

মেয়াদউত্তীর্ণ, ফিটনেস বিহীন, অদক্ষ কিশোর চালক, অসুস্থ প্রতিযোগিতা, রোড ফারমিট ছাড়াই লাখ লাখ বাস, ট্রাক,টেম্পু,সিএনজি,অটোরিকসা,মাইক্রোবাস,প্রাইভেট, ট্রাক্টর,নচিমন করিমন,হোন্ডা প্রশাসনের নাকের উপর দিয়ে ধাবড়িয়ে বেড়াচ্ছে।

গত ক'দিনের সড়ক সন্ত্রাসে লক্ষ্মীপুরে প্রাণ হারান অন্তত১৩জন। তবুও যানবাহন চলাচলে কোনো কার্যত ব্যবস্থা নিতে দেখা যায়নি  প্রশাসনকে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা শহরের দক্ষিন তেমুহনি অফিসার্স ক্লাবের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায়  মিজানুর রহমান রুবেল (৩২) নামের এক শিক্ষক নিহত হয়েছে।

নিহত রুবেল লক্ষ্মীপুর পৌরসভার ১২নং ওয়ার্ড মিয়া রাস্তার মাথায় লাহারকান্দি মোল্লা বাড়ীর দ্বিন মোহাম্মদের ছেলে ও টুমচর সরাকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, রুবেল তার বাড়ি থেকে মটরসাইকেল যোগে লক্ষ্মীপুরে আসার পথে বিপরীত দিক থেকে আসা পিক-আপ ধাক্কা দিলে ঘটনাস্থলে পড়ে চাকায় পৃষ্ঠ হয়ে মারা যায়।


এবিএন/অ আ আবীর আকাশ/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ