আজকের শিরোনাম :

বান্দরবানে আফিম বাগান পুড়িয়ে ধ্বংস করেছে নিরাপত্তা বাহিনী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০১৯, ১৪:২৫

বুধবার বান্দরবানের রুমা উপজেলায় অভিযান চালিয়ে গহিন অরণ্যে চাষাবাদ নিষিদ্ধ মাদক আফিম বাগান ধ্বংস করেছে নিরাপত্তা বাহিনী। 

গোপন সংবাদের ভিত্তিতে রুমা বাজার ক্যাম্পের কমান্ডার ওয়ারেন্ট অফিসার মো: হায়দার আলীর নেতৃত্বে সেনা এবং আনসার বাহিনীর সমন্বয়ে ২৮ সদস্যের একটি দল অভিযান চালিয়ে পপি ক্ষেতটির সন্ধান পায়। 

রুমা উপজেলার সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা বগামুখ পাড়া সংলগ্ন গহিন অরণ্যে পপি ক্ষেতটির অবস্থান বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্বদানকারী কমান্ডার, আগুণে পুড়িয়ে পপি ক্ষেতটি পুরোপুরি ধ্বংস করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। 

তবে আফিম চাষের সাথে জড়িত কাউকে আটক করা যায়নি। ঘটনা টের পেয়ে নিরাপত্তা বাহিনীর আগমনের পূর্বেই তারা পালিয়ে যায়।
 
রুমায় পূর্বেও মাদক দ্রব্য আফিম চাষের অভিযোগে অভিযান চালিয়ে একাধিক বার জড়িতদের আটক করে নিরাপত্তা বাহিনী। 

রুমায় পপি বাগানের প্রথম সন্ধান মেলে ২০১৭ সালে, ওই সময় জড়িত দুজনকে আটক করা হয়। 

এলাবাসীর অভিমত এলাকার দুর্গমতার কারণে এবং গহিন অরণ্যের সুবিধা নিয়ে আফিম চাষের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একটি চক্র। 

কমান্ডার ওয়ারেন্ট অফিসার মো: হায়দার আলী জানিয়েছেন, মাদক দ্রব্যের ব্যবহার এবং উৎপাদন বন্ধে অভিযান অব্যাহত থাকবে। 

এবিএন/চনুমং মারমা/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ