আজকের শিরোনাম :

গোবিন্দগঞ্জে বিদ্যুৎ বিভাগের দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০১৯, ১১:২৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জ বিদ্যুৎ বিভাগের নেসকো লিঃ এর অনিয়ম, দুর্নীতি বন্ধ করে সেচ পাম্প মালিকদের মিথ্যা হয়রানীর বিরুদ্ধে ও উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের সেচ পাম্প মালিক খয়বর আলীর উপর নৃশংস সন্ত্রাসী হামলাকারী চিনু মিয়াকে গ্রেফতারের দাবীতে গোবিন্দগঞ্জ সেচ পাম্প মালিক সমিতির আয়োজনে এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

গত ২৩ জানুয়ারী (বুধবার) গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে নেসকো লিঃ এর সামনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়াকার্স পাটি ও নাগরিক কমিটির আহবায়ক কমরেড এম এ মতিন মোল্লা, বাসদ কেন্দ্রীয় নেতা ও গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরাম সভাপতি বিশিষ্ট সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিক, সেচ পাম্প মালিক সমিতি জেলা সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, ওয়াকার্স পাটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা সেচ পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও সেচ মালিক সমিতির সদস্য রিপন মিয়া প্রমূখ। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা সেচ পাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাসেম।

গত ২১ জানুয়ারী সেচ পাম্প মালিক খয়বর আলীর উপর একাধিক মামলার আসামী সন্ত্রাসী চিনু মিয়া ও তার বাহিনীর হামলায় গুরুত্বর আহত হয়ে বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

এবিএন/আরিফ উদ্দিন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ