আজকের শিরোনাম :

ভুরুঙ্গামারীতে শিক্ষার মান উন্নয়নে সচেতনতা সৃষ্টি বিষয়ক কর্মশালা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ২০:৩২

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সচেতনতা সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শাহ আলম, (যুগ্মসচিব), মহাপরিচালক, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী   (নেপ), ময়মনসিংহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী(নেপ),

ময়মনসিংহের উর্ধতন বিশেষজ্ঞ সুলতান আহমেদ, পিটিআই সুপাররিন্টেনডেন্ট আবু আব্দুল্লাহ মো. সানউল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার জ্যোতির্ময় চন্দ্র সরকার। উক্ত কর্মশালায়  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ৫০ জন প্রশিক্ষার্থীকে প্রশিক্ষন দেয়া হয়।

 


এবিএন/এ এস খোকন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ