আজকের শিরোনাম :

গোপালপুরে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ২০:১৪

‘বিজ্ঞান প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিনব্যাপী ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা, জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড পৌরশহরস্থ সূতী হোসেন শহীদ সোহরাওয়াদী উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার ২২ জানুয়ারী থেকে শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, গোপালপুর-ভূঞাপুর আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলামা তালুকদার ঠা-ু, ভাইস চেয়ারম্যান মো. আবদুল লতিফ সিটি ও মরিয়র আক্তার মুক্তা, গোপালপুর থানার ওসি মো. হাসান আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার সুরুজ,

ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হাই, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রওশন খান আইয়ুব, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মোমেন, গোপালপুর শহর আওয়ামী লীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সাবেক সভাপতি মীর রেজাউল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।


এবিএন/এ কিউ রাসেল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ