আজকের শিরোনাম :

দুদকের মামলায় সোনালী ব্যাংকের ৮ কর্মকর্তার বিভিন্ন মেয়াদে সাজা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ১৯:৫২

৪৭ লক্ষ ২হাজার ৬২৮ টাকা আত্নসাতের অভিযোগে দুদকের মামলায় সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার ৮ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ফরিদপুরের বিশেষ আদালত।

আজ বুধবার দুপুরের ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় দেন। দুদকের ফরিদপুর বিশেষ কোর্টের পিপি মজিবুর রহমান জানান, ২০০৩ সালের ৮ডিসেম্বর সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুস সোবহান বাদি হয়ে ব্যাংকটির ১০ কর্মকর্তার নামে মামলা করেন। এদের মধ্যে দুই জন পরবর্তীতে মারা যান।

তিনি বলেন, অর্থ আত্নসাতের অভিযোগে ওই মামলায় সাজা প্রাপ্তরা হলো, সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার সাবেক অফিসার ক্যাশ অমল চন্দ্র বিশ্বাস, সাবেক অফিসার ক্যাশ এম এইচ সিদ্দিকুর রহমান, সাবেক অফিসার ক্যাশ মো. মুনছুরুল হক, সাবেক অফিসার ক্যাশ মোশাররফ হোসেন মোল্লা, সাবেক অফিসার ক্যাশ গোলাম মোহাম্মদ মুন্সী, সাবেক অফিসার ক্যাশ দিলীপ কুমার মন্ডল, সাবেক হেড ক্যাশ র্ককর্তা ইউসুফ আলী খন্দকার এবং শওকত হোসেন মোল্লা।

তিনি আরো বলেন, এদের মধ্যে আসামী শওকত হোসেন মোল্লা উক্ত শাখার হেড ক্যাশ অফিসারকে প্যানাল কোড ১৮৬০ এর ৪০৯০/১৯০ ধারায় যাবতজ্জীবন সশ্রম কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন আদালত।

এসময় আদালত অপর আসামীদের ৪০৯০/১৯০ ধারা মোতাবেক প্রত্যেককে ৮ বছরের সশ্রম কারাদন্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

রায় ঘোষনার সময় যাবতজ্জীবন সাজা প্রাপ্ত আসামী শওকত হোসেন মোল্লা ছাড়া বাকিরা উপস্থিত ছিলন। রায়ের পর তাদের ফরিদপুর জেল হাজতে প্ররণ করা হয়।


এবিএন/কে এম রুবেল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ