আজকের শিরোনাম :

বোদায় আমন ধানের দাম নেই, কৃষকরা হতাশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ১৮:৪৪

পঞ্চগড়ের বোদায় আমন ধানের দাম নেই। কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। চলিত মৌসুমে আমনের বাম্পার ফলন হয়েছে বলে উপজেলার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে। কিন্তু বাজারে ধানের ব্যাপক দর-পতন লক্ষ্য করা যাচ্ছে।

বর্তমানে হাট বাজরগুলোতে আমন ধান ৬০০ টাকা হতে ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষকরা জানিয়েছেন বর্তমানে স্থানীয় এলাকাগুলো দিনমুজুরের সংকট, বেশি টাকা দিয়েও দিনমুজুর পাওয়া যাচ্ছে না। অন্যদিকে কৃষি যন্ত্রপাতির দাম বৃদ্ধি পেয়েছে। এত কম দামে কৃষকদের ধান বিক্রি করে লোকসান হচ্ছে বলে অনেক কৃষক জানান।

কৃষকরা দাবী করছেন বর্তমান বাজরের যে হারে পণ্য সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে। সে হিসেবে ধানের মণ হওয়া উচিত এক হাজার টাকা। তাহলে কৃষক একটি নায্যমুল্য পেত। এভাবে প্রতিবছর ধানের মুল্য কম হওয়ার কৃষকরা ধান চাষের দিকে মনোযোগ হারিয়ে ফেলছেন বলে অনেক ভুক্তভোগী কৃষকের সাথে কথা বলে জানা গেছে।


এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ