আজকের শিরোনাম :

বোয়ালমারীতে নির্যাতিত গৃহবধূকে হাসপাতালে ভর্তি করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ১১:৫৬

অবরুদ্ধ নির্যাতিত এক গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। 

মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ধরনিধরদী গ্রাম থেকে উদ্ধার করা হয় রেহেনা পারভীন নামের ওই নারীকে। বর্তমানে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাপস বিশ্বাসের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। 

নির্যাতিত গৃহবধূ রেহেনা পারভীন বলেন, সাড়ে ছয় বছর আগে ধরনিধরদী গ্রামের মৃত মহিউদ্দিন শেখের ছেলে মজিবর রহমান শেখের সাথে বিয়ে হয়। 

বড় ছেলের জন্মের ৬ মাস পর থেকেই নানা ছুতোয় তাকে বাড়ির সবাই মিলে মারধর করে। স্বামী মজিবর রহমানের সাথে শ্বাশুড়ী শাবজান বেগম, ভাশুর ফরিদ শেখ ও আফসার তাকে নির্যাতন করত। মঙ্গলবার সকালে তাকে চলা কাঠ দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে ঘরে অবরুদ্ধ করে রাখে।
 
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন ওই নারীকে উদ্ধার করে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, তিনি ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম সাতৈর এ একটা মিটিং এ ছিলেন। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানি কুন্ডুর নিকট থেকে বিষয়টি জানার পর ২ জন মিলে অভিযান চালিয়ে রেহেনাকে উদ্ধার করা হয়। 

পরে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। রেহেনার দুই শিশুপুত্র তার সাথে আছে।   

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ