আজকের শিরোনাম :

চকরিয়ায় বিদ্যুতের খুটি চাপা পড়ে শ্রমিক নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ১১:২০

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুতের খুটি চাপা পড়ে মতিউর রহমান (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। 

মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের লাল ব্রীজ এলাকা এ ঘটনা ঘটে। 

নিহত মতিউর পাবনা জেলার ভাঙ্গুরা থানার মন্ডপীস ইউনিয়নের মল্লিকচক এলাকার ছিদ্দিক আহমদের ছেলে। 

সহকর্মী শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার পল্লী বিদ্যুতের লাইন সম্প্রসারণের কাজ করছিল ৮-১০জন শ্রমিক। 

এর মধ্যে পাঁচজন শ্রমিক বিদ্যুতের একটি খুটি কাঁধে করে ট্রলিতে উঠাচ্ছিলো। 

এ সময় খুটির ভার সইতে না পেরে অপর চারজন শ্রমিক সটকে পড়লেও মতিউর সরতে পারেনি। এতে খুুটি চাপা পড়ে গুরুতর আহত হয় মতিউর। 

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মো.নাজিম উদ্দিন বলেন, গুরুতর আহত অবস্থায় মতিউরকে হাসপাতালে আনার পর সে মারা যায়। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পল্লী বিদ্যুতের খুটির কাজ করতে গিয়ে চাপা পড়ে মতিউর মারা যায়। 

তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। পরিবারের লোকজন আসলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে। 

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এবিএন/মুকুল কান্তি দাশ/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ