আজকের শিরোনাম :

‘চকরিয়া-পেকুয়ায় শিক্ষার আলো প্রসারিত করা হবে’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ১১:১৮

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম বলেছেন, দীর্ঘ ৪৫ বছর পর নৌকাকে বিজয়ী করে চকরিয়া-পেকুয়ার জনগণ যে অবদান রেখেছেন তার ঋণ কখনো শোধ করতে পারবো না। 

মঙ্গলবার চকরিয়ার বিএমচর ইউনিয়নের হযরত ফাতিমা (রা) বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির দেয়া সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন।
হযরত ফাতিমা (রা:) বালিকা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মঞ্জুরুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম আরো বলেন, আপনারা যে আশা নিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন সেজন্য আমার প্রাণ পণ চেষ্টা থাকবে আপনাদের আশা পূরণে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় শিক্ষার হার ও শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এখন শিক্ষার মান উন্নয়ন ঘটিয়ে চকরিয়া-পেকুয়ায় শিক্ষার আলো প্রসারিত করা হবে। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, শিক্ষক আবদুল লতিফ, বিএমচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আরোয়ারুল আরিফ দুলাল, ভেওলামানিকচর ইউনিয়নের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান বদিউল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল প্রমুখ। 

এবিএন/মুকুল কান্তি দাশ/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ