আজকের শিরোনাম :

তারাগঞ্জে প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক আলোচনা সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৯, ১৯:৪৪

রংপুরের তারাগঞ্জ উপজেলায় যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেলে আলমপুর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে পল্লীশ্রী রংপুর ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্পের আয়োজনে কমিউনিটি ও ইয়ুথ দলের সদস্য সহ এলাকার প্রায় ১৫০ জন নারী পুরুষের উপস্থিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

ওই সভায় কমিউনিটি দলের সদস্য আলেমা বেগম এর সভাপতিত্বে প্রজনন স্বাস্থ্যে নারীর অবস্থা যৌনতা নারীর উপর প্রজনন স্বাস্থ্য এর প্রভাব যৌন ও প্রজনন স্বাস্থ্যে নারীর অধিকার বিষয়ক বিভিন্ন দিকসহ নির্দেশনামূলক বক্তব্য রাখেন আলমপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এফডাব্লিউভি পঞ্চমী রায়।

 এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মোকলেছুর রহমান, সাবেক ইউপি সদস্য বাদল সরকার, তেঁতুলতোলা  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সালাম, সর্দারপাড়া জামে মসজিদের খতিব ও ইমাম সহিদুল ইসলাম, ইয়ুথ সদস্য আয়শা খাতুন, হাসান মিয়া ও পল্লীশ্রী ক্রিয়েটিং স্পেস প্রকল্পের প্রজেক্ট অফিসার সাজেদুল ইসলাম সুজন প্রমূখ।


এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ