আজকের শিরোনাম :

বানিয়াচংয়ে সংঘর্ষে ইউপি মেম্বারসহ আহত ১৫

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৯, ১৯:৪০

হবিগঞ্জের বানিয়াচংয়ে পঞ্চায়েত সর্দার নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ইউপি মেম্বারসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ৪ জনকে টেটাবিদ্ধ অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার নোয়াগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নোয়াগাঁও গ্রামে পঞ্চায়েত সর্দার নির্ধারণ নিয়ে ইউপি মেম্বার মো. কমর উদ্দিন এবং একই গ্রামের আলেমান মিয়ার মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ মঙ্গলবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে। এতে অন্তত ১৫ জন আহত হয়।

 আহতদের মধ্যে সুবিদপুর ইউনিয়ন পরিষদের মেম্বার কমর উদ্দিন (৫০), আল আমিন মিয়া (৫৫), মো. সাকিব মিয়া (৩২) ও মো. হাদিস মিয়াকে (৩৫) টেটাবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অন্যদের আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 

এবিএন/নুরুজ্জামান ভূঁইয়া/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ