আজকের শিরোনাম :

দৌলতপুরে তাৎক্ষনিক বিদ্যুৎ সংযোগ দিচ্ছে ‘আলোর ফেরিওয়ালা’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৯, ১৯:৩৫

কুষ্টিয়ার দৌলতপুরে পল্লীবিদ্যুৎ সমিতির ‘আলোর ফেরিওয়ালা“ তাৎক্ষনিক বিদ্যুৎ সংযোগ প্রদান করছে। গ্রাহকদের বাড়ি বাড়ি ফেরি করে বিদ্যুৎ সংযোগ প্রদান করায় গ্রাহকরা বিস্মিত হয়ে পড়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে নতুন গ্রাহক শহিদুল ইসলাম জানিয়েছেন, মাত্র ৫ মিনিটে এভাবে সংযোগ পেয়ে তারা দারুন খুশি। সেই সাথে গ্রাহক সেবার মান বৃদ্ধি ও তাৎক্ষনিক সেবা প্রদান করার ব্যবস্থা নেয়া হলে সাধারণ মানুষ উপকৃত হবে ও ভোগান্তি কমবে।

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি‘র দৌলতপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আশরাফ  উদ্দিন খান জানান, নতুন সংযোগ পেতে গ্রাহকদের হয়রানী ও দালালদের প্রভাব দুর করতে তাৎক্ষনিক এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গত ৯ জানুয়ারী থেকে ‘আলোর ফেরিওয়ালা“ উপজেলার আনাচে কানাচে ঘুরে ঘুরে প্রায় ৩ শতাধিক সংযোগ প্রদান করেছে। তিনি আরো জানান, এ কার্যক্রম অব্যাহত থাকবে।
 

এবিএন/জহুরুল হক/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ