আজকের শিরোনাম :

চকরিয়ায় ওষুধ ভেবে কীটনাশক পান করে বৃদ্ধার মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৯, ১২:১০

কক্সবাজারের চকরিয়ায় ওষুধ ভেবে কীটনাশক পান করে রশিদা খাতুন (৭২) নামের এক বৃদ্ধার মৃত্য হয়েছে। 

সোমবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া রশিদা খাতুন চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডস্থ হালকাকারা এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী। 

চকরিয়া পৌরসভার কাউন্সিলর মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকালে ফসলে ছিটানোর জন্য একটি কীটনাশকের বোতল এনে বাড়ি রাখা হয়। 

এ সময় বৃদ্ধা রশিদা খাতুন তার জন্য ওষুধ এনে রাখা হয়েছে ভেবে ওই কীটনাশকটি পান করে। 

এর কিছুক্ষণ পর বৃদ্ধা অজ্ঞান হয়ে পড়লে তাকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। 

পরে এদিন সন্ধ্যার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধা রশিদা খাতুন মারা যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ওষুধ ভেবে কীটনাশক পান করে রশিদা খাতুন নামের এক বৃদ্ধা মারা গেছে বলে জেনেছি। 

এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এবিএন/মুকুল কান্তি দাশ/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ