আজকের শিরোনাম :

পার্বতীপুরে শিক্ষক লাঞ্চিতের ঘটনায় থানায় মামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৯, ১১:০১

দিনাজপুরের পার্বতীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে লাঞ্চিত ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। 

ঘটনাটি ঘটেছে, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাই বাজারে। 

এ ঘটনায় ৩ জনের নাম উলে¬খ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

গত রবিবার রাত ৯টায় পার্বতীপুর মডেল থানায় ভিকটিম মোকারম হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন (মামলা নং-২৫,তারিখ২০-০১-২০১৯)। 

এ ঘটনায় গতকাল সোমবার বিকেলে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোকারম হোসেনসহ ২৬ জন শিক্ষক নেতার স্বাক্ষরিত একটি স্মারক লিপি প্রদান করা হয়।

এ দিকে, মামলার আরজি সুত্রে জানা যায়, দোবলগাছি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকারম হোসেনকে যশাইবাজার এলাকায় পথরোধ করে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাথারি মারপিট করে ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। 

আহত অবস্থায় স্থানীয় লোকজন মোকারম হোসেনকে উদ্ধার করে ল্যাম্ব হাসপাতালে ভর্তি করেন। 

অভিযুক্ত মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আনারুল হক বলেন, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তাকে দাওয়াত না করায় এ ঘটনার সূত্রপাত। 

তবে উভয়পক্ষের মধ্যে গত শুক্রবার সন্ধ্যায় শুধুমাত্র ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে তিনি দাবী করেন। 

পার্বতীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান লাঞ্চিতের ঘটনাটি স্বীকার করে বলেন, উভয় পক্ষকে ডেকে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাজাহান সিরাজ বলেন, আসামিদের গ্রেফতারেরর চেষ্টা চলছে। 

এবিএন/এম এ জলিল সরকার/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ