আজকের শিরোনাম :

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ৯৫ কোটি টাকা বরাদ্দ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৯, ১৩:৩৩

চলতি বছরে সুনামগঞ্জের ফসলরক্ষা বাঁধ নির্মাণে ৯৫ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। 

রোববার বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত ফসল রক্ষা বাঁধ মনিটরিং কমিটির সভায় এ তথ্য জানানো হয়। 

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে সভায় বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি, পিআইসিতে বিভিন্ন অনিময়, অপ্রয়োজনীয় বাঁধের বিষয়ে তথ্য উপাত্ত তুলে ধরে বক্তব্য রাখেন বীর প্রতিক ইদ্রিস আলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বশির আহমদ সরকার, অ্যাড. আলী আমজদ, জেলা হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সভাপতি অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ স¤পাদক বিজন সেন রায়, অ্যাড. রইস উদ্দিন, অ্যাড. শফিকুল আলম, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, সাংবাদিক খলিলুর রহমান, জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার প্রমুখ। 

এ সময় ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের সার্বিক অবস্থা তুলে ধরেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকী ভূইঁয়া। 

সভায় জানানো হয়, জেলার ১১টি উপজেলায় এবার ফসলরক্ষা বাঁধের কাজ করবে ৫৫৩টি পিআইসি। 

যার মধ্যে আছে সদর উপজেলায় ৯টি, বিশ্বম্ভরপুর উপজেলায় ১৬টি, ধর্মপাশায় ৭৪টি, জামালগঞ্জে ৫৩টি, তাহিরপুরে ৬৩টি, দক্ষিণ সুনামগঞ্জে ৪০টি, ছাতকে ৭টি, জগন্নাথপুরে ৫০টি, দোয়ারাবাজারে ২৩টি, দিরাইয়ে ১০১টি ও শাল্লা উপজেলায় ১১৪টি। 

হাওরে পানি শুকাতে বিলম্ব হওয়া ও জাতীয় নির্বাচনের কারণে যথাসময়ে পিআইসি গঠন না হওয়ায় মোট পিআইসির ৩৩২টিতে কাজ শুরু হয়েছে। 

তবে কয়েকদিনের মধ্যে বাকিগুলোতেও কাজ শুরু করা হবে। এবার ফসল রক্ষা বাঁধে বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ৯৫ কোটি টাকা। 

আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধ নির্মাণ কাজ স¤পন্ন করা হবে। বাঁধ নির্মাণ কাজ তদরকিতে কাজ করবে উপজেলা ও জেলা মনিটরিং কমিটি। 

 সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, বাঁধ নির্মাণে কোনো দুর্নীতি বা অনিয়ম মেনে নেওয়া হবে না।  

এ সময় তিনি বাঁধ নির্মাণ কাজ মনিটরিং ও নির্ধারিত সময়ে বাঁধ নির্মাণ কাজ স¤পন্ন করতে দায়িত্বশীলদের নির্দেশ দেন।

এবিএন/অরুন চক্রবর্তী/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ