আজকের শিরোনাম :

চুয়াডাঙ্গায় কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০১৯, ১৯:০৬

চুয়াডাঙ্গার সর্বত্র অতিরিক্ত শীত এবং ঘন কুয়াশার প্রভাবে নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। ধানের চারাগুলো শুকিয়ে বিবর্ণ রঙের হয়ে যাচ্ছে। এতে চিন্তিত হয়ে পড়েছেন চুয়াডাঙ্গার চাষিরা।

কৃষকরা জানান, রাতে ঘন কুয়াশা পড়ছে বীজতলায়। দিনে রোদ থাকায় বীতলার চারাগুলো হলুদ রঙের হচ্ছে, পরে চারাগুলো শুাকয়ে যাচ্ছে। এভাবে চারা নষ্ট হলে বোরো মৌসুমে ধান চাষ করা সম্ভব হবে না। বীজতলা রক্ষার জন্য নানা কৌশল অবলম্বন করেও তারা কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না।

চুয়াডাঙ্গা কৃষি অফিস জানায়, জেলা সদরসহ চুয়াডাঙ্গার ৪ উপজেলার বিভিন্ন এলাকায় ১ হাজার ৯২০ হেক্টর জমিতে বোরো আবাদের বীজতলা তৈরি করা হলেও তা নিয়ে এখন বিপাকে আছে কৃৃষকরা। এতে গত কয়েক দিনের কনকনে ঠান্ডা ও কুয়াশার প্রভাবে বীজতলা নষ্ট হওয়ায় দেখা দিয়েছে ধানের চারা সংকট। কীটনাশক ব্যবহার কোরেও মিলছে না প্রতিকার। এ অবস্থায় জমিতে ধান রোপণ করা নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা।


এবিএন/সনজিত কর্মকার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ