আজকের শিরোনাম :

দশমিনায় বিশ্ব নারী স্বাস্থ্য দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০১৮, ১৭:৪১

দশমিনা  (পটুয়াখালী), ২৭ মে, এবিনিউজ : পটুয়াখালীর দশমিনা উপজেলায় আজ রবিবার সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ২৮ মে আন্তর্জতিক নারী স্বাস্থ্য দিবস ২০১৮ পালিত হয়।

নারীপক্ষের অর্থায়নে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা অন্বেষা সমাজ সেবা সংঘ এর উদ্দেগ্যে উপজেলা সদরের হাজির হাট নি¤œ মাধ্যমিক বিদ্যালয়র মিলনায়তনে ২০জন কিশোর, ২০ জন কিশোরী, ১০ জন যুবক, ১০ যুবতিসহ মোট ৬০ জনের উপস্থিতি আলোচনা সভার সভাপতিত্ব করেন,অন্বেষা সমাজ সেবা সংঘের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান টিটু। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারী জোটের সভাপতি ও উপজেলা এনজিও সমন্বয়কারী  পি. এম. রায়হান বাদল।

নারী জোটের সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, দশমিনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি এইচ এম ফোরকান প্রমূখ। আলোচনা সভায় উপস্থিত কিশোর কিশোরী যুবক যুবতীদের মধ্যে ধারনাপত্র পাঠ করেন অন্বেষা সমাজ সেবা সংঘের নির্বহী পরিচালক। তিনি বলেন, অপ্রযোজনীয়  অস্ত্রপাচারের মাধ্যমে সন্তান প্রসব বন্ধ করার জন্য সকলের সচেতন হওয়া দরকার। তিনি স্থানীয় পর্যায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান থাকা চাই বলেও মত প্রকাশ করেন।

এবিএন/সাইদুর সাইদ/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ