আজকের শিরোনাম :

চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৯, ২১:৫৬

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে অনিয়ন্ত্রিত ও আইনবহির্ভূতভাবে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার শাহ মোহাম্মদ শামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রহ্মপুত্র নদ থেকে আইনবহির্ভূতভাবে বালু উত্তোলন বন্ধে মাইকিং করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সাথে বালু উত্তোলনের ড্রেজার মেশিনসহ প্রায়োজনী মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে। এ আইন অমান্য করলে দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য কিছু স্বার্থান্বেষী মানুষ দিন-রাত ১০-১২ টি শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার মেশিন দিয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। ফলে বর্ষা মৌসুমে নদীভাঙন তীব্র আকার ধারণ করে। এতে শতকোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা প্রকল্প, নদী-তীরবর্তী জনপদ ও নদীতে জেগে ওঠা স্থায়ী চরগুলো হুমকির মুখে পড়ে।

এবিএন/গোলাম মাহবুব/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ