আজকের শিরোনাম :

কুলাউড়ার গোগালীছড়ার পুরন্দপুর রাস্তা পুন:নির্মাণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৯, ২১:৫৪

কুলাউড়ার গাজিপুরের গোগালীছড়া তথা পুরন্দপুরের মানুষের চলাচল সহজতর হতে গোগালীছড়ার বামপাশের বাধ প্রশস্থ করে রাস্তা পুন:নির্মাণ কাজ শেষের পথে। প্রশস্থকরণ কাজ শেষ হলে পুরন্দপুর তথা গোগালীছড়ার মানুষ লস্করপুর পৌর এলাকা দিয়ে শহরে যাওয়া আসা সহজেই করতে পারবেন বলে জানা গেছে।  তাদের সময়ও অনেকাংশে কমে যাবে।
 
জানা যায়, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান  কর্মসূচী প্রকল্পের মাধ্যমে গোগালীছড়া-পুরন্দপুর টু লক্সরপুর কানেকটিং রাস্তাটি পুন: নির্মান কাজ শুরু হয় গত ০১/১২/১৮ ইং তারিখে। কাজ শেষ  হওয়ার কথা চলতি জানুয়ারী মাসের শেষের দিকে। ইতিমধ্যে রাস্তা নির্মান ও প্রশস্থকরনের ৯০ ভাগ শেষ হয়েছে বলে সংশ্লিষ্ট প্রকল্পের চেয়ারম্যান কুলাউড়া ইউনিয়নের ইউপি সদস্য নাদিম মোস্তফা রাজু জানিয়েছেন।  
          
সরেজমিনে গিয়ে দেখা যায়, গোগালীছড়ার বামপাশের বাধ ( রাস্তা হিসাবে ব্যবহার হয়ে আসছে) ভেংগে কোন কোন স্থানে মানুষের চলাচল করতে অসুবিধা হচ্ছিল। একেবারে সরু হয়ে পড়েছিলো রাস্তাটি।  এ রাস্তা দিয়ে পুরন্দপুর গ্রামের ছাত্রছাত্রীরা ঝুকি নিয়ে চলাচল করেছেন এতদিন।  তাই এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে সম্প্রতি কুলাউড়া ত্রান ও পূর্নবাসন বিভাগ থেকে ২ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়  এ রাস্তাটি পূন:নির্মানের জন্য। তাই স্থানীয় ইউপি সদস্য নাদিম মোস্তফা রাজু এ নদীর পারের এ গুরুত্বপূর্ন রাস্তাটি পুন: নির্মানের উদ্যোগ গ্রহণ করেন। বর্তমানে কাজ শেষের দিকে বলে জানা গেছে।
             
প্রকল্প চেয়ারম্যান ও  কুলাউড়া ইউনিয়নের ইউপি সদস্য নাদিম মোস্তফা রাজু জানান, বরাদ্ধ কম পেলেও আমি চেষ্টা করেছি আমার ওয়ার্ডের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজতর করতে। এখন পুরন্দপুর গ্রামের মানুষ গাজিপুর হয়ে কুলাউড়া যাওয়ার পরিবর্তে লস্করপুর হছেন যেতে পারবেন।  

এবিএন/ময়নুল হক পবন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ