আজকের শিরোনাম :

বাউফলে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুসহ বয়োবৃদ্ধরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৯, ১৮:০২

পটুয়াখালীর বাউফল উপজেলায় কনকনে শীতে নিউমেনিয়া ও ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ায় শত শত শিশু ও বয়োবৃদ্ধ আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।

জানা যায়, গত সাত দিন থেকে উপজেলায় বিভিন্ন এলাকায় শীত জনিত এ রোগের বিস্তার লাভ করেছে। ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ও গ্রাম্য ডাক্তারের কাছে প্রতিনিয়ত অসংখ্য রোগী চিকিৎসা নিচ্ছেন ।

 প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫-২০ জন রোগী ভর্তি হচ্ছে। গত এক সপ্তাহে আফসান (১),তানভীর (১ মাস), আবির(৩),জসিম(৪০),বিষ্ণু রানী(৪৫), জাকারিয়া(৮মাস) নাফিলা(১৮ মাস), রিয়া মনি(১১),জিহাদ(১০ মাস), ওমর ফারুক(১) ফাতেমা (২৮) ও ইমাম(১১ মাস) সহ শতাধিক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

 আজ শুক্রবার দুপুরে সরেজমিনে নিউমেনিয়ায় আক্রান্ত শিশু আফসানা(১)আক্তারের মা আছমা বেগমের সঙ্গে কথা হলে তিনি অভিযোগ করে বলেন, সোমবার থেকে তাঁর মেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা নিচ্ছে। কিন্তু এ যাবত কোন ওষুধ দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। বহির থেকে সব ওষুধ কিনতে হচ্ছে। তাছাড়া ডাক্তারেরাও কোন খোঁজ খবর নিচ্ছে না। না ডাকলে কেউ তাঁর শিশুকে দেখতেও আসে না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, কনকনে শীতে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিলেও  চিকিৎসা দেয়ার মত ওষুধ ও স্যালাইনের কোন সংকট নেই। তবে সরবরাহ না থাকায় মাঝে মধ্যে ২/১ টি ওষুধ দেয়া সম্ভাব হচ্ছে না। একদমই রোগীদের ওষুধ দেয়া হচ্ছেনা এ অভিযোগ সত্য নয়।
 

এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ