আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশু তামিম নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০১৮, ১৭:২৯

সিরাজগঞ্জ, ২৭ মে, এবিনিউজ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বনগ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে তামিম (৩) নামে এক শিশু নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, উক্ত গ্রামের আজাদুলের স্ত্রী দুলালি বেগম গতকাল শনিবার সন্ধ্যার দিকে তার ছেলেকে নিয়ে একই গ্রামের মামা আমানত সরদারের বাড়িতে বেড়াতে যান। ওই বাড়ির উঠানে অটো ভ্যান-রিক্সা চার্জ দিয়ে ফেলে রাখা একটি অবৈধ বিদ্যুৎ সংযোগ লাইনে স্পৃষ্ট হয়ে শিশু তামিম ঘটনাস্থলেই নিহত হয়।

এরপরেও শিশু তামিমকে শাহজাদপুর শিশু হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমানত সরদার ও তার ছেলে জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে পাশের আজিজ সরদারের বাড়ি থেকে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে সারারাত তাদের বাড়ির উঠানে দুটি অটো ভ্যান-রিক্সা চার্জ দিয়ে আসছে।

এ দিন ভোরে চার্জ দেয়া হলে তারা বাপ-ছেলে কাজে বের হয়। ভ্যান চার্জের ওই অবৈধ বিদ্যুৎসংযোগ লাইনটি উঠানেই পড়ে থাকে। উঠানে ফেলে রাখা ওই অবৈধ বিদ্যুৎসংযোগ লাইন থেকে চার্জ দেয়ার সকেটটি নিয়ে খেলা করার সময় শিশু তামিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে এ ঘটনা ধামাচাপা দিতে এলাকার কিছু প্রভাবশালী লোকজন এ ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ