আজকের শিরোনাম :

উলিপুরে ভ্রাম্যমাণ আদালতে ৮ জুয়াড়ীর জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৯, ১৯:২৩

কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার সময় কলেজশিক্ষক, ইউপি সদস্যসহ ৮ জুয়াড়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল কাদের তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের কাছ থেকে ১ হাজার ২‘শ টাকা জরিমানা আদায় করেন।

আটককৃতরা হলেন, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোজাম্মেল হক (৪৮), ইউপি সদস্য আব্দুল জলিল (৫২), রাজবল্লভ গ্রামের সেকেন্দার আলীর পূত্র সিদ্দিকুর রহমান (৫০), নাগদাহ গ্রামের নজির হোসেনের পূত্র আবুল কালাম (৪০), বাবর আলীর পূত্র আবু তালেব (৪২), বক্তার আলীর পূত্র খয়বর আলী (৪২), মোসলেম উদ্দিনের পূত্র আব্দুল হালিম (৩৫) ও উমর আলীর পূত্র আলাল উদ্দিন(৪০)। বুধবার দিবাগত রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য আব্দুল জলিলের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের জানান, ভঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৩/৪ ধারায় তাদের জরিমানা এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।


এবিএন/আব্দুল মালেক/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ