সুন্দর ও পরিচ্ছন্ন উলিপুর উপহার দিতে চাই : অধ্যাপক এম এ মতিন এমপি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৯, ১৮:৩৫

কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন বলেন, আমরা আগামী প্রজন্মের কাছে একটি সুন্দর ও পরিচ্ছন্ন উলিপুর উপহার দিতে চাই। সেইসাথে ব্রহ্মপূত্র ও তিস্তা নদীর ভাঙ্গন রোধ, কর্মমূখি শিক্ষা, চলাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নেও কাজ করতে চাই।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের সাথে মতবিনিময় সভায় সকলের সহযোগিতা চেয়ে তিনি আরও বলেন, সকল স্তরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মতো প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, পৌর মেয়র তারিক আবুল আলা, অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, বজরা এল কে আমিন ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আহসান হাবীব রানা, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদারসহ সরকারী দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল-কলেজের প্রধান,সুধিজনসহ সাংবাদিকবৃন্দ।

এবিএন/আব্দুল মালেক/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ