আজকের শিরোনাম :

ভোলায় ভেদুরিয়া ইউনিয়নে শিশু বিয়ে মুক্ত ওয়ার্ড ঘোষণা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০১৯, ২২:১৭

শিশু বিয়ে মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নিয়ে ভোলার সদর উপজেলার ভেদুরিয়ার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের (চর ভেদুরিয়া) গ্রামকে শিশু বিয়ে মুক্ত ওয়ার্ড হিসাবে ঘোষণা ও  শিশু বিয়ে না দেয়ার শপথ নেয় এলাকাবাসী।

ইউনিসেফের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশু বিবাহ প্রতিরোধ কর্মসূচী (আইইসিএম) প্রকল্পের আয়োজনে ও আজ বুধবার (১৬ জানুয়ারি) বিকালে ব্যাংকের  হাট কাটা বনিয়া খেলার মাঠে শিশু বিয়ে মুক্ত ওয়ার্ড উন্মুক্ত ঘোষনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ওয়ার্ডের সভাপতি খলিলুর রহমান এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: তাজল ইসলাম মাষ্টার।এসময় তিনি স্থানীয় কয়েকশ অভিভাবকও কিশোর-কিশোরীদের শিশু বিয়ে রোধে শপথ বাক্য পাঠ করান।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ইউনিসেফ এর সিফরডি অফিসার সনজিত কুমার দাস, জেলা তথ্য অফিসার আহসান কবীর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: ইকবাল হোসেন,ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিহাদ হাছান,এলজিসি প্রকল্পের জেলা সম্মনয়কারী আব্দুস সালাম,কোস্ট ট্রাস্ট এর (আইইসিএম) প্রকল্পের প্রকল্প সমন্ময়কারী মিজানুর রহমান প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন- ব্যাংকের হাট কো-অপারেটিভ হাই স্কুলের প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেন,কোস্ট ট্রাস্ট এর (আইইসিএম) প্রকল্পের সহকারী প্রকল্প সমন্ময়কারী দেবাশীষ মজুমদার,এডভোকেসি ও মিডিয়া অফিসার আদিল হোসেন, উপজেলা মনিটরিং অফিসার মনিরুল ইসলাম,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আবু ইউসুফ জুয়েল,সিবিসিপিসি কমিটির সদস্য শাহে আলম, স্থানীয় ঈমাম মাফেজ মো: বশীর, কিশোর-কিশোরীদের মধ্যে মক্তব্য প্রদান করেন- সীমা, আমানউল্ল্যাহ রাব্বী প্রমুখ।

অনুষ্ঠানে শিশু বিয়ে মুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে এক গন সমাবেশে মধ্যে দিয়ে  ৬নং চর  ভেদুরিয়া ওয়ার্ডকে শিশু বিয়ে রাখতে ও শিশুর সর্বত্র স্বার্থ রক্ষার্থে একযোগে সবাই কাজ করতে শপথ বাক্য পাঠ করান।  পরে ইউনিয়ন চেয়ারম্যান তাজল ইসলাম ২ টি কিশোরী ক্লাবের মাঝে ম্যাট বিতরন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু বিয়ে শিশুর সামনে এগিয়ে যাওয়ার স্বপ্নকে বাধাগ্রস্ত করে। ফলে শিশুরা তাদের সকল ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়ে বেড়ে উঠে।  শিশু বিয়ে আমাদের সমাজের সামাজিক ব্যাধিতে রুপান্তর হয়েছে। এর ফলে প্রতি নিয়ত সমাজে নারী নির্যাতন, যৌতুক এর মতো সামাজিক অবক্ষয় হচ্ছে।

ফলে সমাজের মধ্যে এক ধরনের সমস্য লেগেই রয়েছে। বর্তমান সরকারও দেশ গড়তে শিশু বিয়ে মুক্ত দেশ গড়তে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়ে কাজ করে যাচ্ছে।
তাই আমাদের সকলকে শিশু বিবাহকে না বলতে হবে। শিশু বিবাহ সমাজ, জাতি তথা  দেশকে ক্ষতিগ্রস্ত করে। শিশু বিবাহ এক ধরনের অপসংস্কৃতি। এই অপসংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সমাজের প্রতিটি ব্যক্তি যার যার অবস্থান থেকে এগিয়ে  এসে  শিশু বিবাহ রোধ করার জন্য। কারন শিশু বিবাহ পরিবার দেশ, সমাজ ও জাতির জন্য অভিশাপ। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাই সবাইকে ঐক্য বদ্ধভাবে বাল্য বিবাহ রোধ করতে হবে।
 
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ