আজকের শিরোনাম :

দশমিনায় মৌলিক সাক্ষরতা প্রকল্পের গণজমায়েত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ২১:০৯

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয়ের অধীনে উপাষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় স্থানীয় প্রশাসনের আয়োজনে পটুয়াখালীর দশমিনা উপজেলার মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) এর সামাজিক উদ্ধুদ্ধকরনের লক্ষ্যে গণজমায়েত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানটি আজ মঙ্গলবার সকাল ১০টায় রণগোপালদী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠব্য গণজমায়েতে বক্তব্য রাখেন, প্রকল্পের ইউনিয়ন কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান নাসির সিকদার, প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোঃ সরোয়ার হোসেন, ইউপি সদস্য মোঃ মোকছেদুল হক, রণগোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, প্রকল্পের শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, পুতুল রানী প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালন করেন বাস্তবায়নকারী প্রতিষ্ঠান পীস এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিডিও) এর কো-অডিনেটর মোঃ হাফিজুর রহমান।  পরে বিকাল সাড়ে ৩টায় আলীপুর ইউনিয়নের গণজমায়েত করেন।  পর্যায়ক্রমে উপজেলা ৭টি ইউনিয়নের এ প্রকল্পের গণজমায়েত অনুষ্ঠান সম্পন্ন করা হবে।

এবিএন/সাইদুর রহমান সাইদ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ