আজকের শিরোনাম :

রাণীনগরে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ২০:০৪

নওগাঁর রাণীনগরে পুলিশের উপর দখলবাজদের হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৬ জন এজাহারনামীয়সহ অজ্ঞাত ৩০/৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রাণীনগর থানার এসআই মাবুদুর রহমান বাদী হয়ে সোমবার রাতে মামলাটি দায়ের করা হয়।  এ ঘটনায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পূর্ববালুভরা গ্রামের সজিব কাজীর স্ত্রী পারভিন আক্তার (২৮) ও শফিকুল ইসলামের স্ত্রী রিমা আক্তার (২২) নামের দুই নারীকে গ্রেফতার করে।  গ্রেফতারকৃতদের মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, রাণীনগর রেল ষ্টেশনের পাশে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের দুই ধার দিয়ে বেশ কিছু দিন ধরে স্থানীয় কতিপয় লোকজন রেলওয়ের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করছিল। গত সোমবার দুপুরে জায়গা দখলকে কেন্দ্র করে দখলবাজদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।  খবর পেয়ে ঘটনাস্থলে এসে দখলবাজদের স্থান ত্যাগ করতে বললে দখলবাজরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর এ্যালোপাথারী পাথর ছুঁড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রায় ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এসময় হামলাকরীদের ছোঁড়া পাথরে এক পুলিশ সদস্য আহত হয়।  

এ ব্যাপারে রাণীনগর থানার এসআই মাবুদুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

এবিএন/এ বাশার (চঞ্চল)/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ