আজকের শিরোনাম :

পীরগঞ্জে কুকুর নিধনের দাবীতে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ১৭:১৪

‘কুকুরের কামড়ে ছাত্র মরল কেন? প্রশাসন জবাব চাই’ এই স্লোগানকে ধারণ করে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কুকুরের কামড়ে মেধাবী ছাত্র নাঈমের মৃত্যুর প্রতিবাদে এবং বেওয়ারিশ কুকুর নিধনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সামনে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়কে প্রায় ১ ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, বেওয়ারিশ কুকুরের আনাগোনায় একাকি পথচলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন জায়গায় দলবেঁধে বেওয়ারিশ কুকুররা অবস্থান নিচ্ছে। রাস্তায় মানুষজনকে একাকী পেলে তাদের উপর আক্রমন করছে। কুকুরের কামড়ে আহতও হয়েছে অনেকে।

 এমনকি তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না গবাদি পশুরাও। এতে স্কুলের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের একাকী পথচলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তাই অনতিবিলম্বে বেওয়ারিশ কুকুর নিধন করার জোর দাবী জানান বক্তারা।

শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা উপজেলা পরিষদে গিয়ে স্বারকলিপি দেয়। কুকুরের কামড়ে ঐ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণীর ছাত্র নাঈম গত শুক্রবার মারা যায়।


এবিএন/বিষ্ণুপদ রায়/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ