আজকের শিরোনাম :

ফুলবাড়ী ভূমি অফিসের সহকারী কর্মকর্তাকে লাঞ্চিত করায় আসামিকে গ্রেফতারের দাবি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ১৪:৫৩

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর ভূমি অফিসের সহকারী কর্মকর্তাকে লাঞ্চিত করার প্রতিবাদে সকল কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি ২য় দিন অতিবাহিত। 

গত ১০ই জানুয়ারি বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলার পৌর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোঃ জাহেদুর রহমান কে ফুলবাড়ীর এক ব্যবসায়ী মোঃ নবীউল ইসলামসহ কয়েকজন দলবদ্ধ হয়ে পৌর ভূমি অফিসে এসে পৌর অফিসের সহকারী কর্মকর্তা মোঃ জাহেদুর রহমানকে লাঞ্চিত করায় বিচারের দাবিতে গতকাল ১৪ই জানুয়ারি সোমবার সকাল থেকেই ৩ দিনের কর্মবিরতি শুরু করেন ভূমি অফিস চত্তরে। 

আজ ১৫ ই জানুয়ারী কলম বিরতির ২য় দিন চলছিল। 

দায়েরকৃত মামলার আসামিদেরকে গ্রেফতার ও ন্যায় বিচারের দাবিতে ফুলবাড়ী উপজেলার সকল ভূমি অফিসের কর্মকর্তা ও ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি শুরু করেন। 

এ সময় উপস্থিত ছিলেন এলুয়াড়ি ইউনিয়নের সহকারী কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, আলাদিপুর ইউনিয়নের সহকারী কর্মকর্তা শ্রী ক্ষীতিশ চন্দ্র রায়, বেতদিঘী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা নইমুল আহসান, শিবনগর ইউপি ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোঃ মোতালেব হোসেন, কাজিহাল ইউপি ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোঃ রাজিব আহমেদ, দৌলতপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, খয়েরবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা শ্রী নির্মল চন্দ্র রায়, ফুলবাড়ী পৌর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোঃ জাহেদুর রহমান ও ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার শ্রী দেবাশীষ কর্মকার ও মোঃ আতিউর রহমান নাজির সহ সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। 

ফুলবাড়ী পৌর ভূমি অফিসে সহকারী কর্মকর্তা মোঃ জাহেদুর রহমান সরকার গতকাল ১৫ই জানুয়ারী সকাল ১১ টায় সাংবাদিকদের কে জানান, দায়েরকৃত মামলার আসামিকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা এ কলম বিরতি চালিয়ে যাব। 

অপরদিকে এ ঘটনার কারণে ফুলবাড়ী ভূমি অফিসের সকল কাজকর্ম বন্ধ হয়ে গেছে শত শত ভূমি মালিকেরা ভূমি অফিসে কাজ করতে এসে বিপাকে পড়ছে। 

এ দিকে দায়েরকৃত মামলার আসামি মোঃ নবীউল ইসলাম জানান, আমার বিরুদ্ধে যে মামলা করেছে তা সত্য নয়, আমাকে হয়রানী করার জন্য ভূমি কর্মকর্তা মিথ্য মামলা করেছে। 

এবিএন/মোঃ আফজাল হোসেন/গালিব/জসিম
 
 

এই বিভাগের আরো সংবাদ