আজকের শিরোনাম :

‘আলেম হলেই সব বুঝবে না’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ১২:৩৭

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ফয়জুল করিম চরমোনাই পীর সাহেব বলেছেন-আলেম হলেই সব কিছ্ইু বুঝবে এটা ঠিক না। 

যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে সিলেট-চট্রগ্রামের আলেমদের মতাদর্শ-কৃষ্টি কালচার অন্যান্য বিভাগের ক্ষেত্রে ভিন্নতা আছে। 

তিনি আলেম সমাজের আত্মশুদ্ধির উপর গুরুত্বারোপ করে বলেন-আম মানুষের আত্মশুদ্ধির পরামর্শ দেয়ার আগে আলেমদেরই আগে আত্মশুদ্ধির হতে হবে। অধিকাংশ আলেম আবেগে চলতে চান। এটা শুভ বুদ্ধির পর্যায়ে পড়ে না। 

ইসলামী আন্দোলনের জন্য আলেমের কাজই হচ্ছে বাস্তবতা-সত্য-ন্যায় নিষ্ঠার আদর্শ এবং সৎসাহসকে লালন করা। 

তিনি ১৪ জানুয়ারী সন্ধ্যায় জামালপুরের মেলান্দহে আশরাফিয়া হাফেজিয়া মাদ্রাসায় জাতীয় সংসদ নির্বাচন উত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশের আগে আলেমদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন মনোনীত বিজিত প্রার্থী হাফেজ-মাওলানা বুরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জামালপুর সদর আসনের বিজিত প্রার্থী ডা. ইউনুছ আলী, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতী সালেহ আহমেদ, সম্পাদক মুফতী গোলাম মোস্তফা, সাবেক জেলা মুজাহিদ কমিটির সম্পাদক মুফতী সোলায়মান সাইদী, আলহাজ মুফতী শামসুদ্দিন প্রমুখ।
    
পরে বাংলাদেশ মুজাহিদ কমিটি মেলান্দহ শাখা আয়োজিত বাদ এশা চরমোনাই পীর সাহেব উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

সভায় সভাপতিত্ব করেন-ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ মাওলানা রুহুল আমিন। 

সমাবেশে দেশ বরেণ্য আলেম-সুধিবৃন্দসহ বহু আশেকান জাকেরানরা উপস্থিত ছিলেন। 

এবিএন/মো.শাহ্ জামাল/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ