আজকের শিরোনাম :

তারাগঞ্জে উৎকোচ না দেওয়ায় মারধরের ঘটনায় থানায় অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০১৯, ১৯:২১

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইকরচালী ইউনিয়নে ইউপি সদস্যের বিরুদ্ধে কর্মসৃজনের লোকের উৎকোচ (ঘুষ) না দেওয়ায় মারধরে থানায় অভিযোগ ।

জানা গেছে, গতকাল রবিবার রাতে উপজেলার ইকরচালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মজিদ (সুকারু) ও মন্ডল পাড়া গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে খয়বার আলী ওই ওয়ার্ডের চলতি অর্থ বছরের কর্মসৃজনের লোক ।

খয়বার বলেন, আনিছুল ইসলাম তার ছেলে সে নিয়মিত (ইজিপিপি) প্রকল্পের কাজ করে আসছিলেন। প্রকল্প শেষে তার কাছে বাড়তি উৎকোচ দাবী করে ওই গ্রুপের সর্দার। ওই টাকা দিতে অপারগতা জানালে খয়বার আলীকে পরে আব্দুল মজিদ মারধর করে বলে জানান এলাকাবাসী। খয়বারের স্বজনরা প্রাথমিক চিকিৎসার জন্য তাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ইউপি সদস্য আব্দুল মজিদ বলেন,আমার সুনাম ক্ষুন্ন করার জন্য একটি মহল এসব অপকর্ম চালাচ্ছেন। আসলে ওই খয়বার আলী কর্মসৃজনের লোক নয়। তার ছেলের নাম রয়েছে তালিকায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মমিন বলেন, বিষয়টি জেনেছি তবে কেউ অন্যায় করলে তার ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
 

এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ