আজকের শিরোনাম :

গোবিন্দগঞ্জে পুলিশ সুপারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০১৯, ১১:৫৮

গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া আদিবাসী পল্লীতে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন। 

গতকাল ১৩ জানুয়ারী রবিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের আদিবাসী পল্লী মাদারপুর ও জয়পুর পল্লীতে এমজে এল বাংলাদেশ লিমিটেড ও পুলিশ সুপারের যৌথ উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল রেজিনুল রহমান, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, টিআই আতাউর রহমান, সাপমারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও আদিবাসী নেতা ফিলিমন বাস্কে প্রমূখ। 

অপরদিকে, গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের আয়োজনে দুঃস্থ শীতার্ত অসহায় মানুষ ও গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে পলাশবাড়ী থানা ভবন চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া এমবিএ (আইবিএ)। 

থানা অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সির সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের অন্যান্যদের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান ও থানা অফিসার ইনচার্জ তদন্ত মোস্তাফিজুর রহমান প্রমুখ। 

উপজেলার দুঃস্থ শীতার্ত অসহায় মানুষ ও গ্রাম পুলিশদের মাঝে ৩শ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। 

এবিএন/আরিফ উদ্দিন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ