আজকের শিরোনাম :

সৈয়দ আশরাফের মৃত্যুতে গলাচিপায় আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ মাহফিল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০১৯, ১৭:৪১

পটুয়াখালীর গলাচিপা উপজেলায়, সাবেক সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপির অকাল মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি- সম্পাদকদের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

আজ রবিবার সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়ামে, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটোর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি  অধ্যাপক সন্তোষ দে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি।

 অনুষ্ঠানের শুরুতে সৈয়দ আশরাফের অকাল মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পবিত্র কোরআান থেকে তেলওয়াত, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

 এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ দূর্নীতি যেখানে প্রতিরোধ সেখানে, সে যেই হোক না কেন, তাকে ছাড় দেয়া হবে না। জিরো টলারেন্স বাস্তবায়নের জন্য ঘুষ, দুর্নীতি, মাদক, সন্ত্রাস সহ যাবতীয় ব্যাপারে স্বচ্ছতা নিশ্চিত করবো। যদি দলীয় নেতাকর্মীরাও কোন অপরাধের সাথে সম্পৃক্ত থাকে তাকেও ছাড় দেয়া হবে না।

 এলাকার উন্নয়নের কথা বলবেন, আমি চেষ্টা করবো সমাধান করার। উক্ত সভায় আরও উপস্হিত ছিলেন, বাবু কাশিনাথ দত্ত, পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সদস্য, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শামছুজ্জামান লিকন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. হারুন অর রশীদ, পৌর মেয়র মো. আহসানুল হক তুহিন,

উপজেলা আওয়ামীগ সহ সভাপতি হাজী মো. মজিবর রহমান, এ্যাড. শামীম মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক সরদার মো. শাহআলম, মো. মেহেদী মাসুদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন শাহ্, তপন কুমার বিশ্বাস, উপজেলা মহিলা আওয়ামী লীগ সম্পাদিকা মোসা. নুরুন্নাহার বেগম, উপজেলা প্রচার সম্পাদক মো. বাবলু ভূইয়া, আওয়ামী লীগ নেতা মো. মাঈনুল ইসলাম রনো, গলাচিপা ইউনিয়ন পরিষদ চেয়ার ম্যান মো. হাবিবুর রহমান হাদী,

গোলখালী ইউপি চেয়ারম্যান ও দপ্তর সম্পাদক মো. নাশির হাওলাদার, আমখোলা ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন, গজালিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মো.খালেদুল ইসলাম স্বপন, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চৌধুরী, বকুল বাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. আবু জাফর খান, চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান মো. রিয়াদ হোসেন,

ডাকুয়া ইউপি চেয়ারম্যান মো. বাদল খান, রতনদি- তালতলী ইউপি চেয়ারম্যান মো. মস্তফা খান, পানপট্টি ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আাজাদ, চরকাজল ইউপি চেয়ারম্যান মো. সাঈদুর রহমান মোল্লা, চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান মো. বাবুল মুন্সী।

 এ ছাড়া আরও উপস্হিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ প্রমুখ।


এবিএন/জিল্লুর রহমান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ