আজকের শিরোনাম :

লক্ষ্মীপুরে শিকলে বেঁধে শ্রমিক নির্যাতন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০১৯, ১৫:৩৮

লক্ষ্মীপুরের কমলনগরে ইটভাটার তিন শ্রমিককে শিকলে বেঁধে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মালিক পক্ষের বিরুদ্ধে।

শুক্রবার রাতে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তাহেরা ব্রিকফিল্ডে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতরা হলেন, হাজিরহাট ইউনিয়নের দুধা মিয়ার ছেলে বাবুল, ছেলে মো. রফিক ও চরকাদিরা এলাকার অজি উল্যাহর ছেলে মো. হোসেন।

আহত বাবুল জানান, শুক্রবারে প্রতিদিনের ন্যায় তিনি কাজ করে রাতে বাড়িতে যান। রাতে ওই ব্রিকফিল্ডের মাঝি মো. নাছির তার লোকজন তাকে ফিল্ডে নিয়ে যায়। 

খবর পেয়ে তার ছেলে মো. রফিক এবং ওই ইটভাটায় শ্রমিক বেয়াই মো. হোসেন তাকে দেখতে গেলে নাছিরের লোকজন তিনজনকে শিকলে বেঁধে রাতভর নির্যাতন চালায়। 

এ ছাড়া তাদের কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয় নাছির। 

এ ঘটনায় পরিবারের লোকজন থানায় অভিযোগ দিলে রাতেই পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তাহেরা ব্রিকফিল্ডের মাঝি মো. নাছির জানান, বাবুল ও তার বেয়াই মো. হোসেন তার কাছ থেকে আড়াই লক্ষ টাকা নেয়। তারা আমার কাজ না করে অন্য মাঝির থেকে টাকা নিয়ে আমার ইটভাটা থেকে চলে যায়। 

খবর পেয়ে আমি তাদের বাড়িতে থেকে ধরে এনে ইটভাটায় রাখি কাজ করার জন্য। 

তাদের শিকলে বেঁধে মারধরের ঘটনা সত্য নয় বলে তিনি দাবি করেন।

কমলনগর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, অভিযোগের ভিত্তিতে ইটভাটা থেকে তিন শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এবিএন/অ আ আবীর আকাশ/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ