আজকের শিরোনাম :

ডোমারে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০১৯, ১৩:১৩

নীলফামারী জেলার ডোমারে ছিন্নমূল, অসহায় ও দুস্থ শীতার্ত মানুষদের মাঝে শীতবন্ত্র বিতরণ করেছেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উম্মে ফাতিমা। 

শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষদের দেখতে তিনি বের হন। 

এ সময় শীতার্ত মানুষদের সাথে তিনি কথা বলেন। ছিন্নমূল ও দুস্থ মানুষেরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাসে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পরেন। শীতার্ত মানুষেরা তাদের সমস্যার কথা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তুলে ধরেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উম্মে ফাতিমা এ সময় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন ও তাদের কথা শুনেন।

সোনারায়ের রহমত আলী উপজেলা নির্বাহী কর্মকর্তার হাত থেকে কম্বল পেয়ে আনন্দে কেদে ফেলেন। 

তিনি বলেন, এইবার জাড়োত হামাক কাহো কোন গরম কাপড় দেয় নাই। ঠান্ডা কাটিবার তানে আগুন তাপেবার লাগে। স্যার যে কম্বলটা দিছে সেইটা দিয়া এইবার আরামে ঘুমিবার পারিম। এ রকম শতাধিক ব্যক্তি গরম কাপড় পেয়ে তাদের অনুভূতি প্রকাশ করেছেন। 

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উম্মে ফাতিমা জানান, শনিবার রাতে প্রায় শতাধিক কম্বল তিনি অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষদের মাঝে বিতরণ করেছেন। 

পর্যায় ক্রমে আরো শীতবস্ত্র বিতরণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।

এবিএন/মোঃ আব্দুল্লাহ আল মামুন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ