আজকের শিরোনাম :

কালিয়াকৈরে আবারও শ্রমিক বিক্ষোভ : পুলিশের লাঠি চার্জ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০১৯, ১৮:৫৪

সরকার ঘোষিত নির্ধারিত নতুন স্কেলে বেতনের দাবীতে ৭ম দিনেও গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পল্লীবিদুৎ বিশ^াসপাড়া এলাকায় স্টারলিং ডিজাইন্স লিমিটেড কারখানার শ্রমিকরা কর্মবিরতী ও বিক্ষোভ করে এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ কারার চেষ্টা করে। এসময় পুলিশ লাঠি চার্চ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

আজ শনিবার বেলা ১২টা থেক বিকেল পর্যন্ত কালিয়াকৈর উপজেলার স্টার লিংক পোশাক কারখানার প্রায় কয়েক হাজার প্রমিকরা একত্রিত হয়ে এ কর্মবিরতি করে বিক্ষোভ করেন।

পরে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক ও মালিক পক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

পুলিশ জানায়, আজ শনিবার সকালে গাজীপুরের পল্লীবিদুৎ বিশ^াসপাড়া এলাকায় স্টারলিং ডিজাইন্স লিমিটেড কারখানার শ্রমিকরা সরকার ঘোষিত মজুরির দাবি করে কর্মবিরতি করে কারখানার বাহিরে বিক্ষোভ করতে থাকে।

এক পর্যায়ে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। পরে পুলিশ এসে তাদের লাঠি চার্চ করে সড়ক থেকে সরিয়ে দেয়।

কারখানার নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমান আইন শৃংখলা বাহিনী পুলিশ, বিজিবি মোতায়েন রয়েছে।

 

এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ