আজকের শিরোনাম :

দৌলতপুরে সবুজ মাঠে রঙিন ইটের ভাটা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০১৯, ১৬:০৪

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জনবসতিপুর্ণ পাড়াগায়ে সবুজ মাঠের মধ্যে বাহারী রঙের ইট ভাটা স্থাপন করা হয়েছে। ফলে ফসলি জমি কমে যাওয়ার পাশাপশি জনস্বাস্থ্য চরম হুমকিতে পড়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই সরকারের নির্দেশনাকে উপেক্ষা করেই নির্মাণ করা হয়েছে এই ইটভাটা।

উপজেলার সাদিপুর গ্রামের এক ইউপি সদস্যের ছেলে মামুন তার এক বিদেশী পৃষ্টপোষকের সহায়তায় সাদিপুর মৌজায় এই বাহারী ইটভাটা নির্মাণ করেছেন।

 এছাড়া ঐ ইটভাটার পাশে আরো ৪ টি ইটভাটা আগে থেকেই চলছিল। যে গুলোর কোন লাইসেন্স বা অনুমতি নাই। এ ব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোন পদক্ষেপ নেয়া হয়নি বলে তারা জানিয়েছেন।

উপজেলা কৃষি অফিসের কল্যাণপুর ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা রমজান আলী জানান, ৫ টি ইটভাটায় কমপক্ষে ২‘শ বিঘা ফসলি জমি হারিয়ে গেছে। পাশাপাশি বাকি ফসলি জমির ফসল মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

সরেজমিনে ইটভাটা এলাকা পরিদর্শণ কালে ইটভাটার ম্যানেজার আ. রাজ্জাক জানান, প্রশাসন সহ সবাইকে  ম্যানেজ করে ইটভাটা চালানো হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, আবাদি জমিতে অবৈধ সকল ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 

এবিএন/জহুরুল হক/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ