আজকের শিরোনাম :

নাসিরনগরের সরাইল, ফান্দাউক মহাসড়ক যেন মরন ফাঁদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০১৯, ১৫:০৫

জেলার নাসিরনগর উপজেলার সরাইল, নাসিরনগর, ফান্দাউক মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে গুরুত্বপূর্ণ এসড়কটির ফান্দাউক কামাল দিঘীর পাশের"টোলের নিকট হইতে -ফান্দাউক যশোদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোড়া পর্যন্ত বেহাল দশায় পরিণিত হয়েছে।

সড়কের বেহাল চিত্র আজ প্রায অনেক দিন ধরেই। মেরামতের অভাবে রাস্তার বিভিন্ন স্থানে খানা খন্দের সৃষ্টি হয়ে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

এরই মধ্যে অনেক জায়গায় ভেঙে ছোট বড় গর্তে পরিণত হয়েছে। ফলে সড়কের বেশ কিছু অংশ এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উক্ত সড়ক দিয়ে প্রতিদিন মাধবপুরের নোয়াপাড়া খেকে ছাতিয়াইন হয়ে ও হবিগঞ্জের মোড়াকুড় হয়ে প্রচুর যাত্রী সাধারণ বাস, ট্রাক, মোটরসাইকেল, রিকশা, সিএনজি, অটোরিকশা, ভ্যান, সাইকেল সহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে।

রাস্তাটি ভগ্ন দশার কারণে প্রায় প্রতিদিনই অনেক মানুষ বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়। সরকারিভাবে রাস্তাটি মেরামতের কোন উদ্যোগ না থাকায় স্থানীয়ভাবেও মেরামতের কোন উদ্যোগ নেই। ফলে এলাকাবাসীর পথ চলাচলে সৃষ্টি হচ্ছে চরম বিঘœতা।

 এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-১, সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নাসিরনগর উপজেলা প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সুদৃষ্টি একান্ত প্রয়োজন। জরুরী ভিত্তিতে গুরুত্বপূর্ণ এ সড়কটির সংস্কার কাজ না হলে জনদুর্ভোগ আরো চরম ধারণ করতে পারে। তাই দ্রুত সড়কটি মেরামত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে ভূক্তভোগী সহ এলাকার জনসাধারণ।


এবিএন/আব্দুল হান্নান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ