আজকের শিরোনাম :

গলাচিপায় আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০১৯, ১৮:৩৪

আসন্ন আগামী ২ ফেব্রুয়ারি ২০১৯ইং এসএসসি, ভোকেশনাল, দাখিল পরীক্ষা উপলক্ষে গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়াম হলে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভাবে এসএসসি, ভোকেশনাল, দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।  

২০১৯ সালের গলাচিপা উপজেলায় মোট ৮ টি কেন্দ্রে প্রায় ৫ হাজারের অধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে বলে সূত্রে জানা যায়।  পরীক্ষার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো: রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা।

গলাচিপা মূল পরীক্ষা কেন্দ্রের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল হালিম এবং সহকারী কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয় ও বিপিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাসির উদ্দিন, চর কাজল  কেন্দ্রে জামাল হোসেন, উলানিয়া কেন্দ্রে শংকর কর্মকার, খারিজ্জমা কেন্দ্রে নুসরাত জাহান, বাদুরা হাট, আমখোলা কেন্দ্রে জসিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি সকল শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আগামী ২রা ফেব্রুয়ারী আসন্ন এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা নকল মুক্ত ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রে শান্তি শৃঙ্খলা বজায় রেখে দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষকদের নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।


সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার শাহ্ মো: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো: গোলাম মোস্তফা, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল হালিম, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।

তিনি বলেন, কোন অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রে শৈথিল্য ও দায়িত্ব অবহেলা এবং নকলের অভিযোগ পাওয়া গেলে কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি শিক্ষকদের শিক্ষক সুলভ মনোভাব নিয়ে পরীক্ষার দায়িত্ব পালন করার বিশেষ ভাবে অনুরোধ জানান। সভায় বিভিন্ন দাখিল মাদ্রাসার অধ্যক্ষ, সুপারসহ বিভিন্ন সাংবাদিক বৃন্দরা  উপস্থিত ছিলেন।

এবিএন/জিল্লুর রহমান/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ