আজকের শিরোনাম :

হোসেনপুরে সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি থাকায় বাড়ছে দুর্ঘটনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০১৯, ১৫:২২

হোসেনপুর উপজেলা সদরের নতুন বাজার দুইলেন সড়কের মাঝেখানে পল্লী বিদ্যুতের ২০টি খুঁটি রয়েছে। ব্যস্ততম সড়কের বাড়ছে অহরহ দুর্ঘটনা।

গত কয়েক সড়ক দুর্ঘটনায় দুই নিহতসহ গুরুতর আহত ১০ জন। 

স্থানীয়রা জানান, নতুন বাজার মোড় থেকে কুড়িঘাট পর্যন্ত সড়কের মাঝখানে সাড়িবদ্ধ ভাবে দাঁড়ানো ২০টি অপসারণ করা জরুরী। অন্যথায় দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে না।

হোসেনপুর পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন জানান, রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁিট সরানোর ব্যাপারে পল্লী বিদ্যুতের কর্তৃপক্ষকে জানানো হলেও তা আমলে নিচ্ছেনা।

হোসেনপুর পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল্লাহ আল মামুন জানান, রাস্তার পাশে নতুন লাইন চালু হলে মাঝখানের খুঁটিগুলো সরানো হবে।

এবিএন/উজ্জল সরকার/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ