আজকের শিরোনাম :

মদনে ভিক্ষুকদের সাথে ইউএনওর মতবিনিময়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০১৯, ১৫:০৫

নেত্রকোণার মদন উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে বৃহস্পতিবার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলার সকল ভিক্ষুকদের সাথে মতবিনিময় করেন ইউএনও মোঃ ওয়ালীউল হাসান। 

এ সময় ভিক্ষুকদের সাথে আলোচনা করে তাদেরকে কর্মমূখী করার বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়।

এ প্রকল্প বাস্তবায়ন করার জন্য প্রাথমিক পর্যায়ে উপজেলার সকল সরকারি কর্মচারীদের এক দিনের বেতন ভিক্ষুক মুক্ত তহবিলে জমা দেওয়া হয়। প্রকল্প গুলোর মধ্যে গরু, ছাগল ও হাসঁ মুরগী পালন, ক্ষুদ্র ব্যবসা ইত্যাদি। 

মতবিনিময় কালে, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, ইউপি চেয়ারম্যান ফকর উদ্দিন আহমেদ, মদন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মোতাহার আলম চৌধুরী, প্রেসক্লাব অর্থ সম্পাদক তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

উক্ত অনুষ্ঠানে দুই শতাধিক ভিক্ষুক অংশ গ্রহণ করেন। 

এবিএন/তোফাজ্জল হোসেন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ