আজকের শিরোনাম :

ফুলবাড়িতে ভূমি অফিসে কর্মকর্তা না থাকায় বিপাকে জনগণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০১৯, ১৪:৫৪

ফুলবাড়ীতে সহকারী কমিশনার ভূমি অফিসের কর্মকর্তা না থাকায় সকল কাজকর্ম বন্ধ হয়ে গেছে। 

হয়রানীতে পড়েছে ভূমি মালিকেরা। সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। দিনাজপুরের পূর্ব অঞ্চলের ফুলবাড়ী উপজেলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা। 

ফুলবাড়ী উপজেলার গুরুত্ব বিবেচনা করে ফুলবাড়ীতে ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি অফিসে কর্মকর্তা যোগদান করলেও একের পর এক কর্মকর্তা রহস্যজনক কারণে বদলী হয়ে যান। 

গত ২০১৮ সালের নভেম্বর মাসের ১ তারিখে ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি অফিসার মোঃ এনামুল হক কিছুদিন থাকার পর বদলী হয়ে যান। 
ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি অফিসের আওতায় ৭টি ইউনিয়ন ভূমি অফিস ও একটি পৌরসভা ভূমি অফিস এ নিয়ে মোট ৮টি ভূমি অফিস। 

প্রত্যেকটি ভূমি অফিসে স্থানীয় জনগণ জমি জমার খারিজ করতে এসে তাদের কাজ কর্ম হচ্ছে না। 

ফলে প্রত্যেকটি ভূমি অফিসে গাদি গাদি খারিজের ফাইল পড়ে রয়েছে। অনেকে জমি খারিজ করে জমি বিক্রি  করে মেয়ের বিবাহ দিবেন। 

কিন্তু জমি খারিজ করতে পারছেন না, মেয়ের বিবাহও দিতে পারছেন না। অবশেষে জমি বন্ধক রেখে মেয়ের বিবাহ দিচ্ছেন। 

ফুলবাড়ী সহকারী কমিশনার (ভূমি) অফিসে প্রায় ২ হাজারের অধিক খারিজ ফাইল পড়ে রয়েছে। 

বর্তমান ফুলবাড়ী সহকারী কমিশনার (ভূমি) অফিসের চলতি দায়িত্বে রয়েছেন পদাধিকার বলে ফুলবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আব্দুল সালাম চৌধুরী। জমি জমার জটিল কাজ গুলি সমাধান করতে তিনিও হিমশিম খাচ্ছেন। 

ফুলবাড়ী সহকারী কমিশনার (ভূমি) অফিসে কবে কর্মকর্তা আসবেন তা ঐ অফিসের কেউ বলতে পারেন না। এলাকার মানুষ চরম হয়রানীর শিকার হচ্ছেন। 

অপরদিকে সরকারের রাজস্ব আয় কমে গেছে। জমি জমার খারিজ যত হবে রাজস্ব বৃদ্ধি পাবে, কিন্তু তা হচ্ছে না। কর্মকর্তা কর্মচারীরা নিষ্ঠুর বসে আছেন। অনেক সময় কর্মকর্তা কর্মচারীদেরকে স্থানীয় জনগণের বকনী শুনতে হচ্ছে। 

এ ব্যাপারে ফুলবাড়ীর স্থানীয় সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক মহল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের আসু হস্তক্ষেপ কামনা করেছেন

এবিএন/মোঃ আফজাল হোসেন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ