আজকের শিরোনাম :

সুন্দরবনে প্রজনন মৌসুমে কাঁকড়া আহরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০১৯, ১৪:১৫

জানুয়ারি-ফেব্রুয়ারি দুমাস কাঁকড়ার প্রজনন মৌসুম। 

এ সময় বন বিভাগ কাঁকড়ার পাস পারমিট বন্ধ রাখে। তা সত্বেও অসাধু জেলেরা সুন্দরবনের নদী-খাল থেকে প্রতিনিয়ত কাঁকড়া আহরণ করছে। 

এমনকি মা কাঁকড়া ধরতে দ্বিধা করছে না তারা। বনরক্ষীদের চোঁখ ফাঁকি দিয়ে হরহামেশে চলছে কাঁকড়া ধরার হিড়িক। 

শত শত জেলে  সুন্দরবনের গেড়া চালকি, মার্কি, দুধমুখ, ছেড়া, বাটলু, হংসরাজ, গেওয়াখালি, পাথকষ্টা, বজবজা, শাপখালি, ফুলতলা, আড়–য়া শিবসা, পিনমারা, মোল্লাখালি, জোলাখালি, ডাড়রা, নাকজোড়া, ভাইজোড়াসহ বনের অসংখ্য নদী খালে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্বিচারে কাঁকড়া আহরণ করছে। 

গত কয়েক দিনে স্মাট পেট্রোলিং টিমের অভিযানে সুন্দরবন থেকে ৫ জন জেলে আটক হয়েছে। 

তাদের কাছ থেকে ২ মণ কাঁকড়াসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

ধৃত সমুদয় কাঁকড়া কয়রার জোড়শিং, কাটকাটা, দেউলিয়া বাজার, চাঁদালি, গিলাবাড়িসহ আরো অনেক ডিপোর মাধ্যমে পাইকগাছা, কপিলমুনি, খুলনা, বাগেরহাটসহ অন্যান্য এলাকায় উচ্চমূল্যে বেচা বিক্রি করা হচ্ছে। 

এ ব্যাপারে আংটিহারা কোস্টাগার্ডের পেটি অফিসার জানিয়েছেন প্রজনন মৌসুমে কাঁকড়া ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। 

কাঁকড়া ধরা ও পাচারের সাথে জড়িতদের সনাক্ত করে শীঘ্রই অভিযান চালানো হবে। 

সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ আবু সালেহের নিকট বিষয়টি জানার জন্য রিং করা হলে ফোন রিসিভি হয়নি। 
এবিএন/শহীদুল্লাহ শাহীন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ